হাফিজুর রহমান শিমুলঃ সারা দেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি পরীক্ষা করা হচ্ছে। এর ই অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ক্ষুদে ডাক্তার কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: খালেদুর রহমান। তিনি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি পরীক্ষা কার্যক্রমে ক্ষুদে ডাক্তারদের প্রশংসা করে বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। স্মার্ট দেশ হতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন আর স্মার্ট নাগরিকের কারখানা হচ্ছে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সিনিঃ শিক্ষক শংকরী ঘোষ, ব্রজেন মন্ডল, সুব্রত সরকার, আব্দুল্লাহ আল মামুন, রুখসানা আক্তার, দেবপ্রসাদ পালিত প্রমুখ।