মোহাম্মদ রবিউল ইসলাম, ঝিনাইদহ।
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে সর্বস্বান্ত ৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলার সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দিশারী। শনিবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ৩টি পরিবারের মাঝে ১১ হাজার টাকার সমপরিমান ১৮টি ঢেউ টিন অর্পন করা হয়।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে পরিবার ৩টির খোঁজ খবর নিতে যাওয়া হয়। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য খয়বার হোসেন, মনিরুজ্জামান , আতিয়ার রহমান, সবিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
এ বিষয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মিশুক হোসেন বলেন, আমরা অসহায় মানুষদের পাশে আমাদের সামর্থ্য মত থাকার চেষ্টা করি। আমরা পরিবার ৩টির খোঁজ খবর নেওয়ার পর দেখি তাদের থাকার মত ব্যবস্থা নেই। পরে আমরা আমাদের জায়গা থেকে তাদের থাকার ব্যবস্থা করার জন্য টিন দিয়েছি। যেন তাদের মাথা রাখার জায়গা হয়।
উপদেষ্টা খয়বার হোসেন বলেন তাৎক্ষণিকভাবে আমাদের সমর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এমন সামাজিক কাজগুলো আমাদের অব্যাহত থাকবে ।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ সুমন হোসেন, আকুল মন্ডল, মকুল মন্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবার ৩টির বাড়িঘর, আসবাবপত্র, নগদ অর্থ আগুনে পুড়ে যায়।