একদিন,
সব না বলা কথা ফুরিয়ে যাবে,
সব দেয়া কথা রাখা হয়ে যাবে,
দিন মাস বছরগুলো উড়ে যাবে।
ওদের কাছে,
ডানা মেলা শিখে নেবে ছানারা
উড়ে যাবে আপন ঠিকানায়।
শূণ্যে করে যাবে আমাদের বুক
ফাঁকা হবে মোদের ছোট্ট কুটির
বড় শূণ্য শূণ্য লাগবে,
এতদিনে বোনা বাসা।
স্মৃতিরাও ফুরিয়ে যাবে ভাগ করে
ভাগ হয়ে
সেদিনও কুঁচকে যাওয়া ত্বকে
হাতে হাত রেখে, কাঁপা কাঁপা কণ্ঠে বলিও আজও প্রচন্ড ইচ্ছে করে,
তোমায় ছুঁয়ে দেখতে
ক্ষয়িষ্ণু দৃষ্টিতে কপল, ভ্রু,
নেত্রপল্লবে আলতো করে হাত বোলাতে
আজও নির্জন পাড়ে পাশাপাশি
হাত ছুঁয়ে চলতে
আজও প্রচন্ড ইচ্ছে করে,
কথার মাঝে হঠাৎ আলতো করে
কাঁধে মাথা রাখতে।
তার শেষ কথা, শেষ হয়নাকো যেন আজ
তুমি তার কক্ষপথের কেন্দ্রবিন্দুতে
শেষ শিখাতেও সে বৃত্তাবর্ত, সে শুধুই তোমাতে।
©Hasan Hafizur Rahman
প্রভাতকাল
১৪ আশ্বিন ১৪৩০
রাজশাহী।