পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- বাংলাদেশ কৃষক লীগ পটিয়া উপজেলার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক এক মতবিনিময় ও কৃষকলীগ পটিয়া উপজেলার আহবায়ক সৈয়দ নুরুল আবছারের জন্মদিন পালনে এক সভা গতকাল ৩ অক্টোবর নগরীর পার্ক হল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পটিয়া উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান এর পরিচালনায় এতে সংর্বধিত অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার।
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, জাতীয় পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন বাদল, দক্ষিন জেলার নেতা নবাব আলী,সত্যজিত বড়ুয়া, হরিপদ চৌধুরী, আবুল কালাম, আসিফ ইকবাল,সেচ্ছাসেবক লীগ নেতা সেলিম উদ্দিন,বাহাদুর, শ্রাবন,পটিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলমগীর আলম, মোহাম্মদ সোলায়মান, সাবেক ছাত্রনেতা পিপলু,পটিয়া উপজেলা কৃষকলীগ নেতা শাহাজান কিবরিয়া,করিম মেম্বার,নুরুল ইসলাম,হারুনুর রশীদ,আবদু ছবুর, কামাল সও:,মকবুল হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
তারই স্বপ্ন পূরনের এক অনন্য দৃষ্টার্ন্ত স্থাপনকারী হিসাবে সারাবিশ্বে আজ প্রংশসিত হয়েছেন তারই উত্তরাধিকারী বাংলার মানুষের আস্থার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা। তিনি গ্রামকে আধুনিক শহর, বাস্তহারাদের বাড়ী নির্মানসহ ব্যাপক উন্নয়ন কাজ করে ইতিহাস গড়েছেন আজ তার সু-দক্ষ নেতৃত্বের গুনাবলী ইতিমধ্যে বিশ্ব নেতারা তুলে ধরেছেন তায় আগামীর বাংলাদেশ গঠন, সনির্ভর রাষ্ট্র গঠনে শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা অপরিসীম।
কৃষক লীগ শুধু আজ গ্রামের সাধারণ মানুষের সংগঠন নয় এটির সাথে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ শিক্ষিত মানুষরাও সফলতার সাথে কাজ করে চলেছেন বলেই কৃষক লীগ সারাদেশে ব্যাপক প্রংশসিত হচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কৃষক লীগকে মাঠে ময়দানে কাজ করতে হবে।
পরে কেট কেটে পটিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবছারের জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।