কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফরিদপুর আনন্দ বাজারে “ফরিদপুর ইউনিয়ন সমাজকল্যাণ ঐক্য পরিষদ” এর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি মো. ইউনুছ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র এ.এস.পি মো. দেলোয়ার হোসেন খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো. ফজলুর রহমানের সুযোগ্য পুত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন আরাফাত, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম ও ফরিদপুর মাজার শরীফ উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক তারেক আজিজ খাঁন ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন সমাজকল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলী আজম (ইদ্রিস) ও রুবেল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবাদ সভায় স্বাগতিক বক্তব্যে সংগঠনের সভাপতি মো. ইউনুছ আলী বলেন, মাদক বিরোধী প্রতিবাদ সভা করতে গিয়ে স্থানীয় একটি মহলের হুমকির শিকার হতে হয়েছে তাকে। তার পরও তিনি এ আয়োজন করেন। তিনি হুমকি দাতাদের হুশিয়ার করে বলেন, কোন হুমকি ধামকিকে তিনিসহ তার সংগঠনের কেউ ভয় পান না। তারা ফরিদপুর ইউনিয়নকে মাদক মুক্ত করতে যা যা করার দরকার তাই করে যাবেন।
এসময় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, মাদক কারবারী ও সেবনকারীরা যত বড় শক্তিশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।