রাঙ্গামাটি পার্বত্য জেলায় সদর উপজেলা চেকপোস্টে টিম কোতয়ালীর এসআই নয়ন কুমার চক্রবর্তী সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি বাড়ায় রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ ৬/১০/২৩ ইং বেলা ১০.৪৫ ঘটিকায় মানিক ছড়ি চেক পোস্টে অভিযান পরিচালনা করে ৩১ লিটার চোলাই মদ সহ ২জন নারীকে আটক করেন। আটককৃত নারীদ্বয় নিজেদের দেহে বিশেষ কায়দায় সংযুক্ত রেখে উক্ত মাদক বহন করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল,১।আনোয়ারা বেগম আনু(৫২) ২। শিরিন বেগম (২৫) উভয় সাং পাহাড়তলী স্ক্রাব কলোনী, পাহাড়তলী চট্টগ্রাম। তাদের বিরুদ্ধে পূর্বে ও মাদক মামলা আছে। মাদকের বিরুদ্ধে টিম কোতয়ালীর অভিযান অব্যাহত থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আরিফুল আমিন।