একটি পাতা
পাতা কি একা হতে পারে?
ওকে ঘিরে থাকে হাজারও পাতা
ওরা দোলে আপন ভূবনে
কেউ দোলে বৃষ্টি ফোটায়,
কেউ দোলে ঝড়ে
আর কেউবা মৃদু বায়।
শুধু নিঃসঙ্গতাই যার নিয়তি
সেতো ভীড়ের মাঝেও একা
ঝড়ে পড়েও একা
রাখেনা কেউ তার খবর
নে শুধুই একা, একটা পাতা।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।