নকলা, প্রতিনিধি: মাহদি হাসান।।
শেরপুরের নকলায় বহুল প্রচারিত ও পঠিত দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে
জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে “নবযাত্রার এক বছর” এই শ্লোগানে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নকলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবুর পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরুজ আহম্মেদ, প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক শাহাজাদা স্বপন ও আব্দুল মোতালেব সেলিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য আব্দুর রফিক ও শীমানুর রহমান সুখন প্রমুখ।
বক্তারা দৈনিক কালবেলার উজ্জল ভবিষ্যৎ কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে দেশ ও জাতির কল্যাণে যুগযুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশে সচেষ্ঠ থাকার আশাবাদব্যক্ত করেন। এছাড়া পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্রতিনিধিসহ সকল কলাকৌশলীদের ধন্যবাদ জ্ঞাপনসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান তারা।
এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত ও সুজন মিয়াসহ নকলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমিনুল হাসান, ঠিকাদার ব্যবসায়ী এনামুল হাসান, যুবলীগ কর্মী সুজা উদ্দিন সুজনসহ পত্রিকাটির অনেক পাঠক ও শুভাকাঙ্খি উপস্থিত প্রমুখ।
এছাড়া প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন, বিশিষ্ট ঠিকাদার শাকিল মাহমুদ সম্রাট, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য তালাত মাহমুদ ও আলহাজ্ব মাহবুবর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য এ.কে.এম মমিনুল বাশার বাবু, মমিনুল ইসলাম সুমন সরকার, মোফাজ্জল হোসেন ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক ভিডিও ক্রিয়েটর রাফসান আহমেদ মেহেদি,
হাসান মিয়া, মনোহর মিলন, গোলাম আহমেদ লিমনসহ অনেক শুভাকাঙ্খি নকলার বাহিরে অবস্থান করায় স্বশরীরে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করার পাশাপাশি মোবাইলের মাধ্যমে দৈনিক কালবেলা পত্রিকা ও এই পত্রিকার সাথে সংশ্লিষ্টদের জন্য শুভকামনা জানিয়েছেন।
আলোচনা সভার পরে বহুল প্রচারিত ও পঠিত দৈনিক কালবেলা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।