তোমার পরে আর কারো জন্য
কবিতা লেখার ইচ্ছে নেই।
তোমার পরে আর কারো জন্য
মন খারাপের কারণ নেই।
তোমার পরে আর কারো জন্য
রাত জাগার কারণ নেই।
তোমার পরে আর কারও জন্য
জোছনা দেখার গল্প নেই।
তোমার পরে আর কারো জন্য
গানের ভাষা খোঁজা নেই।
তোমার পরে আর কারো জন্য
মিস্টি সুবাস মাখা নেই।
তোমার পরে আর কারো জন্য
প্রিয় রঙ খোঁজা নেই।
তোমার পরে আর কারো জন্য
কাশবনে ছুটে বেড়ানো নেই।
তোমার পরে আর কারো জন্য
পাড়ের জলে পা ভেজানোর ইচ্ছে নেই।
তোমার পরে আর কারো জন্য
শাপলা ছেঁড়ার ইচ্ছে নেই।
তোমার পরে আর কারো জন্য
মেঘের ছবি আঁকা নেই।
তোমার পরে আর কারো জন্য
বৃষ্টিভেজার ইচ্ছে নেই।
তোমার পরে আর কারও
পথ চাওয়ার অপেক্ষা নেই।
তোমার পরে আর কারো
কণ্ঠ শোনার ইচ্ছে নেই।
তোমার পরে আর কারো
হাত ছোঁবার ইচ্ছে নেই।
তোমার পরে আর কাউকে নিয়ে
নতুন কোনও স্বপ্ন নেই।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।