অভিনন্দন! শিমুল পারভীন। ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘কবিতা’ বিভাগে এবছর বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় বহুমাত্রিক লেখক শিমুল পারভীন।
❑
শিমুল পারভীন, পেশায় এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাছাড়াও তার বড় পরিচয় তিনি একজন লেখক, আবৃ্ত্তিশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সমাজসেবী। জন্ম : ১৫ জুন, সাতক্ষীরা জেলার সুলতানপুরে। খুলনা বি.এল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এম.এস.এস। নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে এম.বি.এ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি ও অতীস দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুল সংগীতের কোর্স করেন ২০০৫ সালে। বর্ণালী আর্ট ইনস্টিটিউট থেকে পাঁচ বছরের আর্ট কোর্স সম্পন্ন করেন ১৯৯২-১৯৯৭, বর্তমানে শিল্পকলা একাডেমি, ঢাকা থেকে বেহালা ও পিয়ানোর কোর্স করছেন।
পেশা-আইনজীবী। ওনার-অফ-দি ‘ল’ চেম্বার-দি-ল’মেন্টর। প্রশিক্ষক বাচিক কলা, উপস্থাপক চ্যানেল আই। তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
তার প্রকাশিত গ্রন্থ ৫২টি। তালিকা –
ক. পাঠ্য :
১. বাচিক শিল্পের প্রথম পাঠ, ২০১১, অনন্যা, বাংলাবাজার
দ্বিতীয় সংস্করণ ২০২২।
২. আবৃত্তির কলাকৌশল, ২০১২ মেরিট ফেয়ার প্রকাশন, বাংলাবাজার, ২য় সংস্করণ ২০১৫, ৩য় সংস্করণ ২০২২।
৩. বইটা আবৃত্তির, ২০১৮, আনন্দপ্রকাশন, কলকাতা, কলেজ স্ট্রিট।
৪. আবৃত্তির ক্লাস, আলোর ভূবন, ২০১৯ বাংলা বাজার,
৫. বক্তৃতার ক্লাস ২০১৫, অয়ন প্রকাশন।
৬. সংবাদ ও উপস্থাপনা, ২০১৬,অয়ন প্রকাশ।
৭. কবিতাগুলো আবৃত্তির, ২০২০, মেরিট ফেয়ার প্রকাশন।
৮. উপস্থাপনা ও সংবাদ পাঠ, ২০১২ অংকুর প্রকাশনী।
৯. প্রথম পাঠ, ২০১৩, অংকুর প্রকাশনি।
১০. বক্তৃতা ও বিতর্ক, ২০১৩, মেরিট ফেয়ার প্রকাশন।
১১. সংবাদ পাঠ ও উপস্থাপনার কলা কৌশল ২০১৪, মেরিট ফেয়ার প্রকাশন।
খ. কাব্যগ্রন্থ :
১২. বিষণ্ন গোধূলি, ২০১২ সাল, অঙ্কুর প্রকাশনি।
১৩. অন্ধকারের উৎসহ হতে, ২০১৩ সাল দি ইউনিভার্সল একাডেমি,বাংলাবাজার।
১৪. ভালোবাসাহীন এই দিন, ২০১৫, মেরিট ফেয়ার প্রকাশন, বাংলাবাজার।
১৫. সোনালি ডানার ভালোবাসা, ২০১৬ সাল, প্রতিধ্বনি প্রকাশনি।
১৬. তামাদি হয়নি যে ভালোবাসা ২০১৭, স্রোত প্রকাশনী, আগরতলা, ভারত।
১৭. সময়ের চিহ্নগুলো সময় মানেনা, ২০১৮ প্রতিভা প্রকাশ।
১৮. লাল সবুজে বঙ্গবন্ধু (শতবর্ষে শত কবিতা) ২০২১ সাল, অন্যধারা, বাংলাবাজার।
১৯. মেঘে ঢেকেছিল তারা, ২০২২ সাল পারিজাত প্রকাশনি,
২০. ক্যানভাসে কবিতা, ২০২২ সাল, শৈশব প্রকাশনি, কলেজ স্ট্রীট, কলকাতা।
২১. প্রেম দিলেনা প্রাণে, ২০২৩ সাল, মাত্রা প্রকাশ।
২২. এপার ওপার, ২০২৩ ভারত সাহিত্য কুটির, রমানাথ মজুমদার, স্ট্রিট, কলকাতা।
২৩. ছড়া: ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু, ২০১৭ সাল, প্রতিধ্বনি প্রকাশনি।
২৪. পত্রকাব্য: উৎসারিত আলো, ২০১৮ সাল, আনন্দ প্রকাশন, কলেজ স্ট্রিট, কলকাতা।
গ. গল্পগ্রন্থ :
২৫. এসেছিলে তবু আসো নাই, ২০১২ সাল অঙ্কুর প্রকাশনি।
২৬. বেদনা বর্ণবিহীন, ২০১৩, দি ইউনিভার্সল একাডেমি।
২৭. দেখতে আমি পাইনি তোমায়, ২০১৪ সাল, দি ইউনিভার্সল একাডেমি।
২৮. ভেসে যাবে পথের বাতাসে, ২০১৭ সাল, অনন্যা প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
ঘ. উপন্যাস :
২৯. এতটুকু চায়নি বালিকা ২০১৫ সাল, অয়ন প্রকাশন।
৩০. শেষ বিকেলের আলো, ২০১৬ সাল, অয়ন প্রকাশন।
৩১. গোধূলি বেলার আলো ২০১৮ সাল, আনন্দ প্রকাশন। কলেজ স্ট্রিট, কলকাতা।
৩২. কাঁটা তারের বেড়া, ২০১৯ সাল, আনন্দ প্রকাশন, কলকাতা।
৩৩. থামাটা একটা আর্ট, ২০২১ সাল, পেন্সিল।
৩৪. থাকবেনা কোন কাঁটাতার ২০২০, আনন্দ প্রকাশন, কলকাতা।
৩৫. ত্রয়ী, ২০২২ সাল, অয়ন প্রকাশন বাংলাবাজার, ঢাকা।
৩৬. ফেরার সময় হলো, ২০২৩ সাল, ভারত সাহিত্য কুটির।
ঙ. শিশুতোষ গল্পগ্রন্থ :
৩৭. ভুত পরীদের দেশে, ২০১৫ সাল মেরিট ফেয়ার প্রকাশন।
৩৮. ভূত পরীর গল্পগাথা, ২০১৬ দি ইউনিভার্সল একাডেমি।
৩৯. ইমরানের গোয়েন্দা কাহিনী, ২০১৪ অয়ন প্রকাশন।
৪০. ছোটদের গল্পের ঝুলি, ২০১৪, মেরিট ফেয়ার প্রকাশন।
৪১. পিংকির হাওয়াই সাইকেল, ২০১৬, অয়ন প্রকাশন,ল।
৪২. ছোটোদের বঙ্গবন্ধু, ২০১৭ আলোর ভুবন প্রকাশন।
৪৩. লাল সবুজের দেশে, ২০১৮ প্রতিধ্বনি প্রকাশন।
৪৪. গল্পে গল্পে সক্রেটিস প্লেটো, এ্যারিস্টটল, ২০১৮, অনন্যা।
৪৫. পিংকুর লাল ঘুড়ি, ২০২০, অন্বয় প্রকাশন।
৪৬. মনিষীদের গল্প শোন, ২০২০ আলোর ভুবন।
৪৭. ইমরান ও বন্ধুরা ২০১৯, আলোর ভুবন।
চ. ভ্রমণকাহিনী :
৪৮. আমার দেখা উজবেকিস্তান, ২০১৬, প্রতিধ্বনি প্রকাশন।
ছ. শ্রুতি নাটক :
৪৯. শেষ সন্ধ্যায় ২০২০, নজরুল ফাউন্ডেশন।
জ. মুক্তিযুদ্ধ বিষয়ক :
৫০. বিজয়ের স্মৃতিকথা ২০১৫, অয়ন প্রকাশন।
ঝ. যৌথ গ্রন্থ :
৫১. পঞ্চ কন্যার কবিতা (যৌথ কাব্য গ্রন্থ) ২০১৮ নজরুল ফাউন্ডেশন কলকাতা।
৫২. গোয়েন্দা গল্প (যৌথ গ্রন্থ) ২০১৯, অয়ন প্রকাশন।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা: একক ও যৌথ মিলিয়ে ৫২ (বাংলাদেশ ও ভারত)
এ্যালবাম :
অন্ধকারের উৎস হতে, আমিই সেই মেয়ে ও আমার পরিচয় নামে তিনটা আবৃত্তি এ্যালবাম।
সম্মাননা :
রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবার্ষিকী পদক, জসিম উদদি্ন পদক, সত্যজিৎ রায় পদক, পাঠশালা পদক, জীবননানন্দ দাশ পদক২০১৯ (মেদিনীপুর), What’son best writer award 2015, মাদার তেরেসা পদক ২০১৭, তুলনাহীনা নারী পদক ২০১৮, নারী লেখক গ্রন্থ পদক ২০১৮, ২০১৯, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২০, ২০২১, প্রিয়জন সাহিত্য পদক ২০২১, সাংস্কৃতিক পরিষদ পদক ২০২২, কারু স্মৃতি পদক ২০২৩।
অন্যান্য :
এডিশনাল গভর্নর ২০২৩-২৪, ল্যেফটেন্যান্ট গভর্নর ২০২১-২২ রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১, পাস্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব দিলকুশা। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতিধ্বনি ঢাকা ও প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদ সাতক্ষীরা। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বঙ্গীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সাতক্ষীরা শাখা। সাংস্কৃতিক ও আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ নারী লেখক সোসাইটি, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ, সাউথ এশিয়ান ল’ ইয়ার ফোরাম সাল্ফ (ইন্টা: চ্যাপ্টার), আজীবন সদস্য, ঢাকা সাহিত্য পরিষদ।
ধন্যবাদ,
মেহবুবা হক রুমা
প্রধান সমন্বয়কারী, অনুষ্ঠান আয়োজন কমিটি
উপ-নির্বাহী পরিচালক
ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ
Friends of Humanity Bangladesh-FHBD