বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন

ইবির শাপলা ফোরামের নির্বাচন ২ ডিসেম্বর

ইবির শাপলা ফোরামের নির্বাচন ২ ডিসেম্বর

মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নির্বাচন ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দিন বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ শনিবার নির্বাচন পরিচালনা কমিটি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
জানা যায়, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ২৫ নভেম্বর। পরেরদিনই মনোনয়নপত্র জমা দিতে হবে। পরে ২৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনের ২৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আজকে আমরা নির্বাচনী তফসিল ঘোষণা করেছি। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com