বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল রাজারহাটে কৃষকদের মাঝে প্রণোদনার ধান বীজ বিতরণে ব্যপক প্রতিক্রিয়া। গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার  বাই-সাইকেলে চড়ে এসে মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক নকলা আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন কল্পে সম্ভাব্য সদস্যদের নিয়ে সভা জলের পরে কলম… নির্বাচনে অভিনেতা-অভিনেত্রী চাই না,নুসরাতের আসনে পোস্টার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নৌকার মাঝি আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড – ২০২৩ পেলেন রুবেল
কালিগঞ্জে কলেজে ক্লাস নিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী

কালিগঞ্জে কলেজে ক্লাস নিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী

হাফিজুর রহমান শিমুলঃ এসিল্যান্ড (বিসিএস,প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হয়েও নিজেকে কখনও শিক্ষক, কখনও কৃষক, কখনও জেলে, কখনও সাংস্কৃতিক অঙ্গনের সক্রীয় সদস্য আবার কখনও যোগ্য অভিভাবকের ভূমিকায় নিজেকে শানিত করে চলেছেন কালিগঞ্জ উপজেলার চৌকস সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী। তিনি রবিবার ( ১৯ নভেম্বর) বেলা ১১ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করেন। এসময়ে তিনি ভূমি, ভূমি জরিপ, দলিল, রেকর্ডসহ জমিজমাদী সংক্রান্ত ক্লাসের পাশাপাশি বাল্যবিবাহের কুফল, মাদক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠার বিষয়ে ক্লাস নেন। এসময় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে নামজারি করার পদ্ধতি, অনলাইনে খতিয়ান / পর্চা সংগ্রহ ইত্যাদি বিষয়ে হাতে কলমে শিখিয়ে দেন তিনি৷ প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের এই সেশনে কলেজের ১ম ও ২য় বর্ষের শতাধিক শিক্ষার্থী ছাড়াও কলের অধ্যক্ষ ও সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সহকারী কমিশিনার (ভূমি) Assistant Commissioner (Land)। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যা সমাধানের এখতিয়ার বা authority এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে অতি সুচারুভাবে কাজ করে থাকেন। মোঃ আজাহার আলী সহকারী কমিশনার ভূমি পদে কালিগঞ্জে যোগদানের পর থেকে ভুমি অফিসসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে প্রসংশিত হয়েছেন। ভুমি সেবায় তিনি জেলার শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর গৌরব অর্জন করেছেন। সম্প্রতি তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com