হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ টু বাঁশতলা সড়কে কাজী তাহমিদ লাগানো একটি শিশুফুল গাছের কারণে দুর্ঘটনার আশঙ্কা করছে কাজী তাহমিদসহ শতশত যাত্রী সাধারণ। সরেজমিনে দেখাগেছে, উপজেলার কুশুলিয়া গ্রামের মৃত গফফার এর পুত্র কাজী তাহমিদ হোসেনের বসতভিটা সংলগ্নে রাস্তার পাশে বর্তমানে গাছটি অনেক বড় হয়েছে। শিশুফুল গাছটি রাস্তার উপর হেলে পড়ায় গাড়ি চলাচলের ভিন্ন সৃষ্টি হচ্ছে। অনেক সময় বড় গাড়ি ফিরে যেতে বাধ্য হয় এবং মারাত্মক ক্ষতির আশঙ্কা ও আতঙ্কে কাটাচ্ছে হাজার হাজার স্কুল ছাত্র ছাত্রী ও পথযাত্রীরা। সোমবার (২০ ই নভেম্বর) সকালে গিয়ে দেখা গেছে, কালিগঞ্জ টু বাঁশতলা সড়কে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে অসত্য নামক গাছটি। ভুক্তভোগী ব্যাক্তি কাজী তাহমিদ হোসেন সাংবাদিকদের জানান একটু ঝড় বৃষ্টি হইলে পরিবারের সকলকে নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়। আমি সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করেছি ডালটি না কাটলে বড় ধরনের মারাত্মক ক্ষতি হবে।