মোতালেব বিশ্বাস লিখন, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উপলক্ষে বুননের পক্ষ থেকে “৪৫’র পরিবর্তনের ধারায় ইসলামী বিশ্ববিদ্যালয়” শীর্ষক ফটো গ্যালারী আয়োজন করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টার সময় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের অডিটোরিয়ামের গেটের সামনে এই আয়োজন করা হয়।
এসময় প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মো আলমগীর হোসেন ভূঁইয়া ও আরো উপস্থিত ছিলেন বুননের উপদেষ্ঠা ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শরিফুল ইসলাম, বুননের বর্তমান সভাপতি মো নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক দীপ কুন্ডুসহ বুননের সাধারণ সদস্যরা।
গ্যালারিটি উদ্বোধনের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ও মন্তব্য করার জন্য “কমেন্ট বক্স” এর ব্যবস্থা করা হয়। গ্যালারিতে জায়গা করে নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য ছবি। দেখা যায়, প্রতিটি বছরের জন্য আলাদা আলাদা ভাগ করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে। আর এই সকল ছবি দিয়ে বুনন কে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।
ফটো গ্যালারী নিয়ে বুননের সভাপতি নাহিদুর রহমান নাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয় দিবস এমন একটি বিশেষ দিন যা আমাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগ্রহকে বাড়িয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করার সুযোগ করে দেয়। সেই ইতিহাস ঐতিহ্য কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেখানোর জন্য আমরা এই ফটো গ্যালারী টি প্রদর্শন করেছি এবং কমেন্ট বক্স রেখেছি যেখানে সবাই তাদের মনের অনুভুতি প্রকাশ করতে পারছে। সকলের কাছে বুননের এই ছোট্ট উদ্যোগ পৌঁছে দিতে পেরেছি এজন্য আমরা কৃতজ্ঞ।”