হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যাবস্থাপনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচী ২০১৯ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ টায় কালিগঞ্জ সরকারি কলেজে তথ্য সংগ্রহণকারী ১শ ২৫ জন ও ২৫ জন সুপার ভাইজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর, কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা অপুর্ব কুমার, শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে আগামী ১লা জুলাই হতে ২৭ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাত করণে তথ্য সংগ্রহকারিগণ কাজ করবেন।