রামগঞ্জ প্রতিনিধি: সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড – ২০২৩ পেলেন লক্ষ্মীপুরের, রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ মাঈন উদ্দিন রুবেল।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডসীপ সোসাইটি এর উদ্যোগে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে, গুনিজন সংর্বধনা অনুষ্ঠানে ৩০ জন গুনিজনকে এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক ধীনা উপথ্বায় ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের প্রানী, শক্তি ও সেচ মন্ত্রনালয়ের মন্ত্রী ত্রিথা বাহাদুর লামা
আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী সুদান কিরাতি সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
উক্ত পুরষ্কারটি পক্ষে গ্রহন করেন জনাব শুভঙ্কর সেন, সদস্য, সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন।
সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন রুবেল জানান, আলহামদুলিল্লাহ আমাদের সংঘঠনটি আরো একধাপ এগিয়ে গিয়েছে স্বপ্ন পূরনের প্রত্যাশায়। এই সাফল্য আমাদের সকলের।
এই আন্তর্জাতিক স্বীকৃতি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ হাজার গুণ বাড়িয়ে দিলো। নি:সন্দেহে এটি আমাদের জন্য বড় একটি অর্জন। “সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন” একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী একটি সামাজিক সংগঠন। ২০১৮ সাল থেকে সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন।
সংগঠনটি এর আগেও আন্তর্জাতিক শান্তি পুরষ্কার ২০২৩ করোনাযোদ্ধা পুরষ্কার সহ আরো কয়েকটি পুরষ্কার গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি।