জানতে চেয়েছ, কেন লিখি ?
সবই কি খ্যাতি পাবার অাশায়
কিংবা বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে
অথবা বিশেষ কোনও পয়গাম পাঠাতে।
যখন,
দাঁড়ি কমা আর বিরতী চিহ্নবিহীন জীবনে
নীরবতা গ্রাস করে শরীরের উপর
চায়ের কাপটা খুব আপন
অথবা কফির কড়া স্বাদটাই
হয়ে যায় খুব বেশী চাওয়া।
সেই জনমানবহীন দ্বীপে,
এমন কিছু আত্মা আছে
যারা ভার বেয়ে বেয়ে ক্লান্ত, ভীষণ ক্লান্ত
বুক ফেটে কাঁদতে চেয়ে,
পাথর চাপা বুকে, বুক ভরে নিতে
চেয়েছিলো নিতে যারা শ্বাস,
কবিতাগুলো তাদের কান্নার মতো,
অশ্রু ঝরিয়ে লেখেন তো তারাই।
তাদের,
হারানো কান্না গুলোই ফিরে পেতে
ইচ্ছে করে বারেবারে,
তারা আবারও পড়ে প্রেমে
নতুন কিছু লেখার,
জলের পরে কলম ধরে তো তারাই
জলছবি আঁকে, গল্প রচে প্রতিনিয়ত…
কলমেঃ Hasan Hafizur Rahman