মাহদি হাসান , নকলা (শেরপুর):
শেরপুরের নকলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম এর সম্ভাব্য সদস্য নির্বাচন ও যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নকলা প্রেস ক্লাব অফিস কক্ষে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক নুর হোসেন।
আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ তার বক্তব্যে জানান আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষ এর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে। এছাড়াও তিনি আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, রক্তসৈনিক নকলার সভাপতি ও নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন, মানবাধিকার সংস্থা আমাদের আইন’র উপজেলা শাখার সভাপতি রাশেদুল কিবরিয়া, যুব শক্তি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিত, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক মো: হাসান মিয়া, মানব সেবায় রক্তদান সংস্থার ধর্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহদী হাসান,
ব্লাড ব্যাংক অব নকলার মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা জাহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।