ইচ্ছে করে,
আর একটিও মেসেজের না দেই জবাব,
হয়ে যাই আগের মতোই আবার অচেনা,
পাশ দিয়ে গেলেও না হোক দৃষ্টি বিনিময়।
এড়িয়ে চলাতে যদি পারতাম,
হৃদয়ের সব জানালা না খুলে থাকতে,
অথবা জানলা বরাবর,
উঁচু একটা দেয়াল গেঁথে দিতে,
যেন রাখতে পারি তাকে অনেক দূরে।
এতটা দূরে,
যেন আমাদের কোনও গল্প নেই,
রাত জাগার কারণ নেই,
নীরবে তারার পানে চেয়ে
অশ্রু ঝরানোর মতো কোনও অভিমান নেই
হৃদয় চিরে যাওয়া কোন স্মৃতিও নেই।
তার চেয়ে ভাল হতো, যদি
পা ফেলার আগেই, পথটা হতো শেষ
তবে
এভাবে ফেরাতে হতো না প্রলেপ মাখানো মুখ।
লেখকঃ Hasan Hafizur Rahman