“জাতির আত্মন্বেষণের চাবিকাঠি ফোকলোর চর্চা – ইবির সাবেক উপাচার্য ড. আসকারী “
মোতালেব বিশ্বাস লিখন, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘একটি জাতির আত্মান্বেষণের চাবিকাঠি ফোকলোর চর্চা। বাংলাদেশে আনুষ্ঠানিক ফোকলোর চর্চাকে উৎসাহিত করা উচিত এবং সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিসে সংস্কৃতি ক্যাডার যুক্ত করার মাধ্যমে ফোকলোর চর্চাকে তরান্বিত করা হোক।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৩ উপলক্ষে আয়োজিত সংস্কৃতি পাঠ সেমিনারে এসব কথা বলেন তিনি। রবিবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ফোকলোর গ্যালারীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে সকাল ১০টায় ফোকলোর বিভাগ থেকে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। পরে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ফোকলোর গ্যালারীতে ‘সাংস্কৃতিক পাঠ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। মুখ্য প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. রওশন জাহিদ। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. আবু শিবলী মোঃ ফতেহ্ আলী চৌধুরী ও প্রভাষক ড. মো. এরশাদুল হক প্রমুখ।
সেমিনার শেষে বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে তৈরিকৃত মঞ্চে এক আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।