ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা Bubly, অর্ধযুগ পার করেছেন চলচ্চিত্রাঙ্গনে। দর্শক ও নির্মাতাদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে এই নায়িকার। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে যাত্রা শুরু করেন চলচ্চিত্রে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, উপহার দিয়েছেন দেড় ডজন দর্শকপ্রিয় সিনেমা। গত রোজার ঈদে মুক্তি পায় বুবলীর দুই সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’। কুরবানির ঈদে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। ছবিগুলোর মাধ্যমে প্রশংসিত হয়েছেন বুবলী। মুক্তির অপেক্ষায় রয়েছে জাকির হোসেন রাজু’র ‘চাদর’, সাইফ চন্দনের ‘কয়লা’, মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘প্রেম পুরাণ’, ‘ছায়া’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’। পাশাপাশি হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন বুবলী। ‘রিভেঞ্জ’ শুটিং শেষ হওয়ার আগেই একই পরিচালক ও নায়কের সঙ্গে ‘বিট্রে’ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন তিনি। আরো অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’, মিশুক মনি পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘দেয়ালের দেশ’। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব ফিল্মেও সুনাম কুড়িয়েছেন বুবলী। ‘টান’ ওয়েব ফিল্মে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।