হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মূল্যায়ন সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় অত্র স্কুলের সভাকক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও সুজন নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা’র প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, সাংবাদিক সুকুমার দাশ বাচ্ছু, অভিভাবক শেখ রায়হানুল ফেরদাউস রিপন ও বীর মুক্তিযোদ্ধা গনি প্রমুখ। স্কুলের সিনিঃ শিক্ষক মুজিবর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দুৱাল চন্দ্র বাছাড়।