দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গেট নম্বর সি-সিক্সটিন আজ খোলাই থাকবে। কোনো দিরহাম লাগবে না এখানে ম্যাচ দেখতে এসে। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে ঘোষণা দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ আর আরব আমিরাতের লড়াই গ্যালারিতে বসে ফ্রি দেখা যাবে।
সাপ্তাহিক ছুটি থাকায় দুবাইয়ের গ্যালারিতে আজ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান আগেই বিদায় নেওয়ায় এবারের ফাইনালে অনেকটাই ফেভারিট বাংলাদেশ। সেমিতে তারা মাত্রই ভারতকে হারিয়েছে। এর আগে শ্রীলঙ্কা, আরব আমিরাতের সঙ্গে জয় পেয়েছে। ঢাকা থেকে ডুনেডিন– ফাইনালে নামার আগে সব জায়গা থেকেই শুভেচ্ছা পাচ্ছেন শিবলি-জিসান-রাব্বিরা।