গত কয়েকদিন ধরে দেখা মিলেছে অজানা এক প্রাণীর ব্যাপারে। জামালপুরের ইসলামপুর চরপুটিমারীর ৪নং চর সহ আশেপাশের বিভিন্ন ইউনিয়ন/এলাকাতে এক প্রাণীর দেখা মিলেছে বলে শোনা যাচ্ছে। অনেকেই আক্রমণের শিকার হয়েছেন, কামড় খেয়েছেন। ক্ষত স্থানের ছবিও ফেইসবুকে এসেছে।
প্রথমত, শেয়াল/কুকুর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অবিশ্বাস্য হলেও শেয়াল/কুকুর বা এই জাতীয় প্রাণীগুলো রোগাক্রান্ত হলে খুবই আক্রমণাত্নক হয়ে যায়।
দ্বিতীয়ত, বিড়াল জাতীয় প্রানী হলে শতভাগ জোর দিয়ে বলা যায়- থাবা/নখ দিয়ে খামছি দিত। কিন্তু ছবিতে কামড়ের চিহ্ন মেলেছে। এ কারণে বিষয়টি একটু উদ্বেগজনক!
আলোচনা সৃষ্টিকারী প্রাণীটি বন বিড়াল/মেছো বাঘ/বন্য হায়েনা/বন্য নেকড়ে (ভারতীয় পাহাড়ী সীমান্ত থেকে প্রবেশকৃত) হতে পারে। তবে যেটাই হোক না কেন, এই প্রাণীটি এখন রোগাক্রান্ত। তাই এতটা হিংস্র হয়ে উঠেছে।
এই প্রাণীটি এখন র্যাবিসে আক্রান্ত। তাই এতটা হিংস্র হয়ে উঠেছে। সে তার শরীরে র্যাবিস ভাইরাস বহন করছে। কাউকে কামড়ালে তাকে দ্রুত র্যাবিস ভেকসিন (RabiVax) দিতে হবে। না হয় আক্রমণের শিকার ব্যক্তির র্যাবিসে (জলাতঙ্ক) আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক।
জামালপুরের মেলান্দহের টুপকারচর, ৫নং চর, ইসলামপুরের ৪নং চর, টাবুরচর, শেরপুর সদরের ৬নং চর এলাকার ভেতর এই প্রাণীটির বর্তমান অবস্থান রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকাটা বুদ্ধিমানের কাজ।
স্থানীয়রা বনবিভাগকে প্রাণীটি ধরার জন্য অনুরোধ করছেন