যশোরের চৌগাছায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল (১৪) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় বাল্যবিবাহ বন্ধ করে অভিভাবকের নিকট থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার পতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েটি পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও পতিবিলা গ্রামের উত্তর পাড়ার ওলিয়ার রহমানের মেয়ে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জুন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ টি বন্ধ করেন। এ সময় তিনি বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামে দশম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) বিবাহ বন্ধ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গুঞ্জুন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়। এ বিয়েতে কনে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে আইন মেনে কনের অভিভাবকে কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের মা ও বাবাকে বোঝালে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও দেন।