হাফিজুর রহমান শিমুলঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্ধের পর থেকে সাতক্ষীরা ৪- আসনে ৭ জন প্রার্থীর জোর প্রতিদ্বন্দিতা চলছে নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন ও নোঙরের প্রার্থী এইচ এম গোলাম রেজার মধ্যে। নিজ নিজ প্রতীকের কর্মী ও সমর্থকদের প্রচার প্রচারণায় তুঙ্গে। ভোট চেয়ে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা- সমাবেশ যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়, ছুটে চলেছেন নারী পুরুষ কর্মীরাও। ভোটার সাধারণের মধ্যেও দেখা যাচ্ছে বেশ আগ্রহ। এই আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় ও স্বতন্ত্র মিলে মোট ৭ জন প্রার্থী। প্রতিক বরাদ্ধের পরপরই নির্বাচনের মাঠে সরব হয়ে উঠে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে ফজলুল হকের ছেলে এবং শ্যামনগর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান। জেলা রাজনীতিতে ক্লিন ইমেজের এই তরুণ প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী এই আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর কেন্দ্রীয় নেতা এইচ এম গোলাম রেজা। তিনি নোঙ্গর প্রতীক নিয়ে লড়ছেন। কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপি’র ড. আসলাম আল মেহেদীর সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডঃ শফিকুল ইসলামের ডাব প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের কাচি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) একরামুলের আম প্রতীক নিয়ে নির্বাচনে আছেন। তাদের প্রার্থীতা বহাল থাকলেও প্রচারণায় নেই নির্বাচনী মাঠে। তবে শুধুমাত্র সোনালী আঁশ প্রতীকের পোষ্টার দু এক স্থানে নজরে পড়লেও বাকী ৪ প্রার্থীর পোষ্টার এ আসনের ২০ টি ইউনিয়নে দেখা মেলেনি। এরই মধ্যে নির্বাচনী এলাকা শ্যামনগর -কালিগঞ্জের আংশিক উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট বাজার ও রাস্তাঘাটে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বি এন এম নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী জনসভা বৃহস্পতিবার শেষ হচ্ছে। তারপরেও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদ্বয় গণসংযোগ ও ছোট ছোট পথসভা করবেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ১’শ ৯৩ জন, এর মধ্যে পুরুষ ২লাখ ২৩ হাজার ৪’শ৩৪ জন ও মহিলা ভোটার ২লাখ ১৮ হাজার ৭’শ ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।এ আসনে পৃথক দুটি উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা নির্বাচনী প্রস্তুতি প্রায় সমাপ্ত করে ফেলেছেন। ভোট কেন্দ্র ও কেন্দ্রে দায়িত্বে থাকবেন এমন সকলের তালিকা চুড়ন্ত করেছেন। এ আসনের ২০টি ইউনিয়নে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে কালিগঞ্জ সার্কেলের চৌকস ও মানবিক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ দ্বয়ের মাধ্যমে পুলিশ ফোর্স স্বচেষ্টায় রয়েছেন বলে জানাগেছে। এছাড়াও র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ টহল অব্যহত রেখেছেন। সবমিলে এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন সচেতন মহল।