জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। কখনো গড়পড়তা কাজে তাকে পাওয়া যায়নি। শুরু থেকেই কাজ করছেন বেছে বেছে। সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। তার শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। তবে নাটক এবং সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন।
ইংরেজির নতুন বছরের প্রথমে নজর কাড়লেন স্নানরত সোহানা সাবা। জলে ভেজা সাবা নিজেকে নতুন করে চেনালেন। স্নানরত সোহানা সাবা নেটিজেনদের নজর কেড়েছেন। ফেসবুকে বেশকিছু স্নানরত ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে সরোবরে গোসল সারছেন, এরপর উঠে আসছেন জল থেকে। শরীর থেকে চুঁইয়ে পড়ছে জল! আবার বিমোহিত দৃষ্টিতে নজর কেড়েছেন আট থেকে আশির।
ভক্তদের ঘুম কাড়লেন ‘জলপরী’ সাবা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন…।