বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কবির নেওয়াজ রাজ বলেন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাইলে দূর্ণীতি–অনিয়ম ও সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়া দরকার। আর এ জন্য অনিয়ম–দূর্ণীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে হবে।সংবাদপত্রের স্বাধীনতাকে জোরালোভাবে রক্ষা করতে হবে সাংবাদিকদের৷ পেশাগত দায়িত্ব পালন করে বাংলাদেশের সাংবাদিকরা৷ প্রশাসন ও প্রভাবশালীব্যক্তিদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার ও হয় ৷ আরও আছে মামলা৷ সংবাদপত্রের স্বাধীনতা এমন একটি বিষয়, যা সত্য, স্বাধীন ওনিরপেক্ষ৷বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের দাবি আদায়ের একমাত্র সংগঠন। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদআবু জাফর ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রায় ১৪,০০০ সাংবাদিক একযোগে কাজ করে যাচ্ছে। বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবির বাস্তবায়নসহ জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই । সংবাদপত্রের স্বাধীনতার উপর ক্রমবর্ধমান আঘাতের মোকাবিলা করার জন্য সংগ্রাম করে যাব, এই হলো আমার প্রতিশ্রুতি।