দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।
মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে। ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন অনেকেই।
এদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নতুন মন্ত্রিসভার জন্য ডাক পেয়েছেন বলে জানা গেছে। তবে তারা কোন মন্ত্রণালয়ের জন্য ডাক পেয়েছেন তা এখনো জানা যায়নি।
এ ছাড়াও নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যাদের ফোন করা হয়েছে। তারা হলেন-
ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ.ক.ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, ওবায়দুল কাদের।
বিস্তারিত আসছে…