প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুই দিনের রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জ যাচ্ছেন
আপডেট টাইম :
শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.১৩ এএম
৪৭
বার পঠিত
দলীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে গোপালগঞ্জ যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর সরকার প্রধান হিসেবে এটা তার প্রথম সফর।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও দলীয় নেতারা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।