১৩ জানুয়ারি, ২০১৪ সালের আজকের এই দিন ছিলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আমার প্রথম কর্মদিবস। পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল চলনবিল অধ্যুষিত সিংড়ার এক স্বপ্নবাজ তরুণের স্বপ্নকে সফল করতে তিনি সর্বোত্তম সুযোগ করে দিয়েছেন। শ্রদ্ধা ও বিনম্র চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কর্মযজ্ঞে তিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন, কাজের ও নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি, ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে যিনি সার্বক্ষণিক দিকনির্দেশনা ও সর্বোত্তম পরামর্শ দিয়েছেন এবং যার সুফল আজ বাংলাদেশের ১৭ কোটি জনগণ পাচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় ১০ বছর দায়িত্ব পালনের পর তৃতীয় বারের মতো আমার উপর আস্থা ও ভরসা রেখে স্মার্ট বাংলাদেশঃ রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অগ্রযাত্রায় আবারও প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পন করেছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নত জীবন উপহার দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিকরূপ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাওয়াই আমার ব্রত।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখুন পাশে থাকুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।