সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়-ভর্তিচ্ছু ১২জন পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ২০জানুয়ারি, শনিবার রাত ৮.০০টায় জুম-মিটিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন দরদি’র আয়োজনে অসচ্ছল ভর্তিচ্ছুদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম কেনা এবং আনুষাঙ্গিক খরচ বাবদ কিছু অর্থ অনুষ্ঠান পরবর্তী ই-পেমেন্টের মাধ্যমে প্রদান করা হয়।
উক্ত অনলাইন অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন– সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ জনাব অলোক কুমার ব্যানার্জী, দরদির কার্যনিবার্হী উপদেষ্টা ও অতিরিক্ত সচিব জনাব মো: কামরুজ্জামান রিপন, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা ও ঢাকা মেট্রোপলিটনের আনসার প্রধান জনাব শাহাদাত হোসেন বিরু, দরদির কার্যনিবার্হী উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক জনাব ইকবাল মাসুদ, দরদির কার্যনিবার্হী উপদেষ্টা ও সাউথইস্ট ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন শাখার অ্যাসিটেন্ট ভাইস-প্রেসিডেন্ট জনাব তাহাজ্জাত হোসেন হিরু, দরদির কার্যনিবার্হী উপদেষ্টা ও নোয়াখালী জেলাপ্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবব্রত দাশ, দরদির কার্যনিবার্হী উপদেষ্টা ও
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর মহাব্যবস্থাপক জনাব মো. খাইরুল ইসলাম, সাবেক ব্যাংকার জনাব সালাহউদ্দিন গাজী, স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব আফসার আহমেদ বাবলু, ওয়ান ব্যাংকের মূল শাখার অ্যাসিটেন্ট ভাইস-প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার জনাব মাজহারুল আনোয়ারসহ দরদির কার্যনিবার্হী কমিটির সিনিয়র সহসভাপতি সুমাইয়া জেবিন মিশু ও সিনিয়র সম্পাদক মো. এবাদুল ইসলামসহ দরদির অনেক সম্পাদক ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরদির সভাপতি নাসিম হাসান এবং অনুষ্ঠান সঞ্চলনা করেন নাজমুল আহসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তিনি বৃত্তি প্রদান অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করার জন্য দরদির কার্যনিবার্হী উপদেষ্টাদ্বয় ইকবাল মাসুদ ও তাহাজ্জাত হোসেন হিরুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ ২০১৮ সাল থেকে শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। তার-ই অংশ হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে এবার এ শিক্ষাবৃত্তি প্রদান করা হলো।