(ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক মো. খাইরুল ইসলাম জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে গ্রন্থাগারের নীচতলার শীতাতপ নিয়ন্ত্রিত সার্কিট বোর্ড ব্লাস্ট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গ্রন্থাগারের তদারকির দায়িত্বে থাকা কর্মচারীরা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন।তিনি আরো বলেন, ভবনের নীচতলায় দক্ষিণ পাশে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অটো জেনারেটর সিস্টেম চালু থাকায় জেনারেটর অন হয়ে যায়। এতে করে ফের আগুর লাগলেও তা দ্রুত নিভিয়ে ফেলা।ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রাপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।