মান্নান, চৌগাছা (যশোর)।।
স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা করা হয়েছে; আসামিরা স¤পত্তির লোভে হায়দার আলীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরিকল্পিত ভাবে হায়দার আলীকে চিকিৎকার নামে অপচিকিৎসা করান আসামিরা। ফলে হায়দার আলী দীর্ঘদিন ধরে ধুকেধুকে মৃত্যু বরণ করেন। বোনের এমন অভিযোগে আদালতের নির্দেশে দাফনের ৩ মাস ২০ দিন পর হায়দার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে একিসকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান ও চৌগাছা থানার এস আই মাহফুরুর রহমানের উপ¯ি’তিতে উপজেলার মাকাপুর পারিবারিক কবর ’ থেকে তার লাশ উত্তোলন করা হয়।