এম এ মান্নান, চৌগাছা (যশোর)।।
যশোরের চৌগাছায় শিক্ষাবিদ ইছাহক আলীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) পরিবারের পক্ষ থেকে আছরের পর স্বরুপদাহ গ্রামে বিশ্বাসপাড়া জামে মসজিদে আলোচনাসভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন তাঁর বড় ছেলে চৌগাছা কামিল মাদ্রসার অধ্যক্ষ আব্দুল লতিফ। বক্তৃতা করেন চৌগাছা মাদ্রসার শিক্ষক মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন, মাও. আব্দুল গফুর, মাও. গিয়াস উদ্দীন প্রমুখ। এটি মরহুম মৌলবি ইছাহক আলীর ৯ম মৃত্যুবার্ষিকী।
২০১৫ সালের ২৭ জানুয়ারী তিনি মৃত্যু বরণ করেন। ঈসহক আলী চৌগাছা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এ প্রতিষ্ঠানে তিনি সহকারী মৌলবি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনও করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বর্তমানে তাঁর বড় ছেলে আব্দুল লতিফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ছোট ছেলে ফকরুল ইসলাম একই মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।
মরহুমের ছেলে মাও. ফকরুল ইসলাম বলেন, আব্বাজানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে (শনিবার) স্বরুপদাহ গ্রামে বিশ্বাসপাড়া জামে মসজিদে বাদ আছর আলোচনাসভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মান্নান,
০১৭১৬৯৫২১১৩