মো: শহিদুল ইসলাম (সবুজ):
পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য হলো শুভংকর ওরফে শুভ চক্রবর্তী বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচাবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তীর ছেলে। বারেক সিকদার বরগুনা সদর উপজেলার বড়োইতালা খাড়াকান্দা এলাকার জব্বার সিকদারের ছেলে এবং মো: সেলিম সিকদার বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের তিন জনকে এবং সাজাপ্রাপ্ত ১২ বছরের পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানুয়ারী ৭ বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তার হওয়ার আসামীদের নামে একাধিক মামলা আছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থানার বৈঠাকাটা এলাকার একটি হোটেল থেকে আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা তারা ডাকাতি, দস্যুতা ও চুরি সহ একাধিক মামলার কথা স্বীকার করে। তাদের সিডিএমএস পর্যালোচনা করে ও সংশ্লিষ্ঠ থানায় যোগাযোগ করে শুভংঙ্কর অরফে শুভ চক্রবতির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরি সহ মোট ৮টি মামলা রয়েছে। বারেক সিকদারের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলা যার মধ্যে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং মো: সেলিম সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্ততি ও চুরি সহ ৬টি মামলা রয়েছে যার মধ্যে ১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। তারা সবাই আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
অপর দিকে মঠবাড়িয়া থানায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছরের পলাতক আসামী মো: রফিকুল ইসলাম এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা সাজা হয়। এছাড়াও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা রয়েছে।
এছাড়াও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো জানান, দীর্ঘদিন যাবত বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বিভিন্ন এলাকায় উক্ত ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসছিলো। প্রত্যেক মামলায় আসামিরা চার্জশীটভূক্ত আসামী এবং বর্তমানে মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।