এম এ মান্নান, চৌগাছা (যশোর) সংবাদদাতাঃ
যশোরের চৌগায় স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ ফেব্রæয়ারী) চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী উপজেলা হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে উপজেলার ১১টি স্বেচ্ছাসেবী সংগঠন এতে অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি সোহেল কবীর । প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার। জনাব সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার মেহেদী হাসান, অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, এবিসিডি কলেজের প্রফেসর আব্দুল মজিদ প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিভিন্ন স্তরের সরকারী চাকুরী জীবি, সাংবাদিক, এনজিও কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, ব্যবসায়ী ও সুধিজন।
আলোচনা সভা শেষে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষে আরও বেশি করে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।