হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক, অটিজম,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য এবং গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকাল ৪ টায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছকিনা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আক্তারুর রহমান মুকুল, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্যাহ, সদস্য মনিমালা গাইন, মিসেস মনোয়ারা পারভীন প্রমুখ।