বই সম্পর্কে—
এবলা জীবন অতিবাহিত করেছে দাসত্ব, বিবাহ, দারিদ্র্য এবং সহিংসতার মধ্য দিয়ে। আত্মপরিচয় বজায় রাখতে তাকে এমন একটি বিশ্বে লড়াই করতে হয়, যেখানে নারীরা ‘গবাদি পশুর মতো বিক্রি হয়’। নারীর দৃষ্টিকোণ থেকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে লেখা নুরুদ্দিন ফারাহর এই উপন্যাস সোমালিয়ার মানুষের ঐতিহ্যগত মূল্যবোধকে তীব্রভাবে আক্রমণ করেছে। আবার উপন্যাসটি মানবিক চেতনার এক উদযাপনও।
বাঁকা পাঁজরের মেয়ে
নুরুদ্দিন ফারাহ
অনুবাদ লুনা রাহনুমা
প্রচ্ছদ সব্যসাচী হাজরা
মুদ্রিত মূল্য ৪৫০ টাকা
২৫% ছাড়ে অর্ডার করুন এখন Jolpore.com