বই সম্পর্কে—
বিলিয়ন বছর আগে সমুদ্রে উদ্ভব ঘটেছিল প্রাণের। সেই প্রাণ একদিন উঠে এসেছিল ডাঙায়। তারপর বহু বছর মানুষ জেনেছে সে-ই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। কিন্তু মানুষের চেয়েও যে বুদ্ধিমান ও দক্ষ প্রাণী রয়ে গেছে সমুদ্রের গভীরে, তারা যদি আজ পৃথিবীর দখল নিতে চায়?
কক্সবাজারে মেরিন বায়োলজিস্ট রুনা খন্দকার ও স্থানীয় সাংবাদিক অর্জুন মারমা সেই জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে ভাবছে, এখান থেকেই কি তবে শুরু হতে যাচ্ছে এক নতুন সভ্যতা?
সমুদ্র এক ধূসর সিন্দুক
তানজিনা হোসেন
প্রচ্ছদ সব্যসাচী মিস্ত্রি
মুদ্রিত মূল্য ২৬০ টাকা
২৫% ছাড়ে অর্ডার করুন এখন Jolpore.com