মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলা সংলগ্ন এলাকায় মঞ্চ নিমার্নের জন্য তিনটি পুরাতন গাছ কাটার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
সোমবার (৪ মার্চ) সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় কাটা গাছের পাশেই এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাদীয়া মাহমুদ মীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী ইমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন সহ ছাত্র ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘মঞ্চ নিমার্নের নামে গাছ কাটার সিদ্ধান্তের তীব্র নিন্দা যানাচ্ছি। ক্যাম্পাসে উন্নয়নের নামে গাছ কাটার মহাযজ্ঞ চলছেই, ইতোপূর্বে ও প্রশাসন বিভিন্ন অজুহাতে ক্যাম্পাসের প্রচুর পরিমাণে বৃক্ষনিধন করেছে, কিন্তু সে পরিমাণ বৃক্ষরোপন করেনি। উন্নয়ন যদি প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ না হয়, তাহলে তার ফলাফল হয় বিপর্যয়কর। যে কোনো উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা ও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কোনো প্রকার পরিবেশের ক্ষতি না করেই করা সম্ভব।’