দেবহাটা প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগে এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই বার্তা নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় সিএসও এবং এলইএ লিডারশীপের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সখিপুর ইউনিয়নে কামটা বটতলাস্থ ডায়বেটিক হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাহ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জসিমউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেন ক্ষুদ্র উদ্দ্যোক্তা জামসেদ আলম। আশার আলো সংস্থার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সখিপুর উদায়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস।