গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ‘র সভাপতিত্বে রাজধানীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেইলি রোডে গণপূর্তমন্ত্রীর সরকারি বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সভাপতি নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরি মন্টু, জৈষ্ঠ সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা, সদর ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।