আধ্যাত্মিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন স্ব-গৌরবে স্ব-মহিমায় ৯০তম বর্ষে পদার্পণ করেছে। ১৫ মার্চ, শুক্রবার আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘আহ্ছানিয়া মিশন দিবস’ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। উল্লেখ্য, ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ বিশিষ্ট শিক্ষাবিদ ও সুফি-সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ‘¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ প্রতিপাদ্যে সাতক্ষীরার নলতায় আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারা বিশে^ আহ্ছানিয়া মিশনের প্রায় দুইশত শাখা অধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নে কাজ করছে। সাতক্ষীরার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন অবস্থিত।
খানবাহাদুর আহ্ছানউল্লা ইনিস্টিটিউট আহ্ছানিয়া মিশন দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে অন-লাইন সেমিনারের আয়োজন করে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি’র সভাপতিত্বে সেমিনারে ‘আহ্ছানিয়া মিশন দিবস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনিস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সরকারের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী আলী আজম, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনিস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী সদস্য ড. এম এহছানুর রহমান, চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক গোলাম ওয়ারেশ মুক্তা, গাজীপুর আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ। সেমিনারে এবং স্বাগত বক্তব্য রাখেন মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।