বেসরকারি স্কুল-কলেজের দুই হাজার ৮২৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৪৬৫ জন ও কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩৬৩ জন।
একই সঙ্গে বেসরকারি স্কুলে কর্মরত এক হাজার ৪৫৩ জন শিক্ষককে বিএড স্কেল এবং কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।