মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া)।।
বগুড়া ধুনট উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচী (world Food programm ) এর সহায়তায় ও উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ই মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাই খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ধুনট থানার উপ- পরিদর্শক এস আই মনজুরুল মোরশেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এফ ফেরদ্দৌউস আলম, ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা শার্লিন নাসরিন, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপুন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হক, ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, ইএসডি-এমএন্ড ই অফিসার মতিন শাহিন, উপজেলা কো-অর্ডিনেটর ওয়াসীম আলী সরকার, ইএসডি জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম প্রমূখ।