আশফাক আহমেদ।। মৌলভীবাজারের বড়লেখায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার দুপুরে উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা শাখার সভাপতি মো: সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল লতিফ, গীতেশ চন্দ্র দাস,আব্দুল আহাদ, তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য নাসের সরকার মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ পারভেজ,অর্থ সম্পাদক মিহির দত্ত, নাট্য সম্পাদক সালমান কবির, প্রচার সম্পাদক অসিম কর, কার্যকরি সদস্য কাজল চন্দ, চমক আচার্য্য, রাজদ্বীপ দত্ত বাপন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বড়লেখার আহবায়ক কমিটির সদস্য সুজিত দাস, টিএসএস বড়লেখার আহবায়ক দীপক দে, অভিভাবক শিল্পী রানী কর,রাজন কুমার পাল প্রমূখ।
সভায় বক্তারা বলেন- পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি অধ্যুষিত জনপদে সার্বজনীন এ উৎসবটি পালিত হয়ে আসছে। দেশে ১৪১৭ বঙ্গাব্দ থেকে বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপিত করা হচ্ছে।সভায় বাঙালি ও বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখকে ধারণ করে আনন্দমুখর পরিবেশে বর্ণিলভাবে উদযাপন করতে নানা আলোচনা, পরিকল্পনা ও মতবিনিময় করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্টানসহ আয়োজিত সকল অনুষ্ঠান সুষ্ঠ ও বর্ণিল আয়োজন বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।