আজ বুধবার (২৭ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন এর মধুসিটি-২ এবং ভাওয়াল গার্ডেন তৎসংলগ্ন এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় ইমারত নির্মাণ এবং হাউজিং কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউক হতে অনুমোদন গ্ৰহণ বাধ্যতামূলক। মোবাইল কোর্ট পরিচালনাকালে হাউজিং এর মালিক পক্ষ উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে তাতক্ষনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। এছাড়া ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে এই এলাকায় নির্মাণাধীন ০৭ টি ভবনের আংশিক অপসারণ করা হয় এবং ০৩ টি ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন এবং রাজউক এর অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা প্রদান করেন।
রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও অথরাইজড অফিসার সাঈদা ইসলাম এর যৌথ তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জোন-৫/২ এর প্রধান ইমারত পরিদর্শক সজল মজুমদার, ইমারত পরিদর্শক শুভ সাহা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রাজু আহামেদ, মোঃ সাইফুল ইসলাম সহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।