হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ শে মার্চ) বিকাল ৫টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু এবং যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহিন, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, যুগ্ম সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজল মুখার্জী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ আফজালুর রহমান, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু প্রমুখ। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৃথক তিন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিক ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।