হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা, চোরাচালান, ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু দীপংকার দাশ এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, চেয়ারম্যান গোবিন্দ মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি’র কর্মকর্তাবৃন্দ। সংসদ সদস্যের উপস্থিতিতে কালিগঞ্জে প্রথম অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ সভায় ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার, আইন শৃঙ্খলা, মাদক দ্রব্য ও চুরি ডাকাতি নিয়ন্ত্রনসহ সার্বিক উন্নয়ন মূলক আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এসময়ে সংসদ সদস্য বক্তব্যে বলেন সরকারের সকল বরাদ্ধের অর্থ যথাযথভাবে কাজ করতে হবে। কোনো রকম দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রিতি বরদাস্ত করা হবেনা। আমি উন্নয়ন ও সম্ভাবনা নিয়েই আগামী পাঁচ বছরে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই।